মামলার অভাব নেই মশিউরের, অস্ত্রসহ আবারও ধরা র‌্যাবের হাতে

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমানকে (৬০) আবারও গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে ২০১৭ সালের ২৩ অক্টোবর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৭।

কিন্তু কারাগার থেকে বাইরে এসে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল মশিউর রহমান। চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, হানাহানি, অপহরণ ও জবর দখলসহ বিভিন্ন অপরাধে ২৭টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

কাজী মশিউর রহমান, খুলনা জেলার ফুলতলা থানার পায়গ্রাম এলাকার মৃত কাজী গোলাম হাসানের ছেলে। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, মশিউর রহমান সলিমপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে কাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

তাকে তল্লাশি করলে তার পায়জামার পেছনে গুঁজানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং তার হাতে থাকা একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুইটি এলজি, একটি দু’নলা বন্দুক, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মশিউর রহমান অস্ত্র বেচাকেনা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে সরকারি বনভূমি দখল, খুন, ধর্ষণ, হানাহানি, আধিপত্য বিস্তার, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম জঙ্গল সলিমপুরে ছড়িয়ে পড়েছে।

গ্রেপ্তারের পর সীতাকুণ্ড থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm