মানিকছড়িতে বজ্রপাতে পাড়াকর্মী নিহত

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার উত্তর গবামারা এলাকার বজ্রপাতে এক পাড়াকর্মী নিহত হয়েছে। নিহত পাড়াকর্মীর নাম খোতেজা বেগম (৩৭)।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় দিকে গোয়ালঘরে গরু দেখতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।

নিহতের স্বামী নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান- গোয়ালঘরে গরু দেখতে গেলে হঠাৎ বজ্রপাত ঘটে। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোতেজা বেগম তিন সন্তানের জননী। তিনি টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে পাড়াকর্মী হিসাবে কাজ করতেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও জনপ্রতিনিধিদের সুপারিশে নিহতের ময়না তদন্ত ছাড়া দাফনকার্য সম্পন্ন হবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!