মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর ধরা

খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর কংজ মারমাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেপ্তার কংজ মানিকছড়ির রামগড়ের পাতাছড়া এলাকার মংলা মারমার ছেলে।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে পাতাছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় একটি এলজি, চার রাউন্ট কার্তুজ, ছয়টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের ১৫টি রশিদ বই।

জানা গেছে, সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মো. ওয়ালী উল্লাহর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল পাতাছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ঐ এলাকার একটি বাসা থেকে ইউপিডিএফের প্রসীতখীসা গ্রুপের সদস্য কংজ মারমাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!