মানবিক আবেদন : ফটিকছড়ির মিনা বাঁচতে চাই

0

ফটিকছড়ি প্রতিনিধি : 
ক্যান্সার আক্রান্ত ফটিকছড়ি পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের ১১ মাস বয়সের ১ সন্তানের জননী জুলেখা বেগম মিনার গলায় মরন ব্যাধি ক্যান্সারে বাসা বেঁধেছে।

fatickchari-17-10-2016

সে বর্তমানে চমেক হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন। হত দরিদ্র স্বামীর যা সম্ভল ছিল ব্যয় শেষ। কিছু অবশিষ্ট রইলনা।

 

s alam president – mobile

ডাক্তারা বলেছে তাকে উন্নত চিকিৎসা করা প্রয়োজন। কিন্তু উন্নত চিকিৎসার জন্য প্রয়োজ ৮ থেকে ৯ লক্ষ টাকা। আর্থিক অবস্থা না থাকায় মিনা ও তার পরিবার সকলের আর্থিক সাহায্য কামনা করেছে।

 

 

একটি মানবিক আবেদন, পুরনো কিছু বাক্য মনে বিন্দু বিন্দু সাহায্যে উঠে আসবে অনেক বড় তহবিল। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না। দশে মিলি করি কাজ,হারি জিতি নাহী লাজ।

 

 

সাহায্য পাঠানোর ঠিকানা-তৈয়ব ষ্টোর,বাদামতল, উত্তর রাঙ্গামাটিয়া,ফটিকছড়ি পৌরসভা অথবা মিনার স্বামী আনোয়ার হোসেন সুমন মোবাইল-০১৮৩৭-৬৮১৮৩৮ ,বিকাশ নম্বর-০১৮১২-২৪১৫০৮।

Yakub Group

রিপোর্ট : আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!