মাদ্রাসা থেকে বাড়ি ফেরা হলো না শিক্ষকের

কক্সবাজারের চকরিয়ায় টমটম উল্টে মাওলানা মোজাহারুল হক নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের দুলাছড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহারুল হক (৪৫) উপজেলার ডুলাহাজারা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ার মৃত মো. কালুর ছেলে। তিনি পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এমএম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও তেঁতুলগাছ তলা বায়তুল মামুর জামে মসজিদের খতিব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ফরিদ উদ্দিন জানান, হুজুর মাদ্রাসার পাঠদান শেষে হায়দারনাশী এলাকা থেকে মালুমঘাট স্টেশনে আসেন। সেখান থেকে টমটম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরে দুলাছড়া ব্রিজের দক্ষিণপাশে পৌঁছার আগে টমটমটি হঠাৎ উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়।

তিনি আরও জানান, এ সময় হুজুর ছিঁটকে পড়লে টমটমটি তার গায়ের ওপর পড়ে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm