চট্টগ্রাম নগরীর মাদারবাড়িতে ইফতারসামগ্রী বিতরণ করেছে জামায়াত ইসলামী।
মঙ্গলবার (১১ মার্চ) লায়লা সিদ্দিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড জামায়াতের আমীর হারুন অর রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরাহ সদস্য, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন।
পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ কাউসার নেওয়াজ রাজির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা জামায়াতের আমীর আব্দুল গফুর, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আবুল মনসুর, সমাজসেবক আজিজুর রহমান, ব্যবসায়ী আবু সুফিয়ান, আবু সাহেদ, মাওলানা নজির হোসাইন কুতুবীসহ স্থানীয় জনসাধারণ।
সভায় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সুবিধাবঞ্চিত মানুষের, পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
সভা শেষে সাত শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন জামায়াত নেতারা।