মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজারে মাদক মামলায় মোহাম্মদ হামিদ হোসেন নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন।

সাজা পাওয়া যুবক টেকনাফের হোয়াক্ষ্যং ইউনিয়নের করাচিপাড়ার আবদুস সালামের ছেলে মোহাম্মদ হামিদ হোসেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ এপ্রিল উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস চেক পোস্টের সামনে থেকে হামিদ হোসেনকে ৩ হাজার ইয়াবাসহ আটক করে উখিয়া থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

মামলায় চার্জগঠন, সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯ (খ) অনুসারে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান মামলার আসামি হামিদকে ৫ বছর সাজা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ এবং এপিপি অ্যাডভোকেট আবদুর রউফ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!