মাদক মামলায় দুজনের ৫ বছরের কারাদণ্ড চট্টগ্রামে

চট্টগ্রাম নগরের খুলশী থানার মাদক মামলায় দুজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে তাদের ৫ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডও দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ আদেশ দেন।

তবে সাজাপ্রাপ্ত দুই আসামি জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীর দ্বীপ বাজার পাড়ার সৈয়দ আহম্মেদের ছেলে জাফর আহম্মেদ (৫০) ও একই এলাকার মিস্ত্রিপাড়ার মৃত মো. হাসেমের ছেলে মো. শফিক (৩৭)।

প্রসঙ্গত, ২০১২ সালের ২১ অক্টোবর নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের গরীব উল্লাহ শাহ (র.) মাজারের প্রবেশমুখ থেকে দুজনকে আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কোতোয়ালী সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান বাদি হয়ে খুলশী থানায় মামলা করেন।

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm