মাদক মামলায় ট্রাকচালক ও সহকারীর ১৫ বছরের সাজা চট্টগ্রামে

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাদক মামলায় ট্রাকচালক ও সহকারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ জুলাই) বিকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামিরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকদু এলাকার আকুব আলী ছয়ালের ছেলে ট্রাকচালক মো. আনিছ (৪০) ও ট্রাকের সহকারী বরিশাল মহানগর কোতোয়ালী থানার বাধারচর এলাকার মৃত নজর আলী হাওলাদার ছেলে মো. কামাল হাওলাদার (৪১)।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ নভেম্বর নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়া আহাদ কনভেশন হলের সামনে একটি ট্রাক জব্দ করে র্যা ব-৭। ট্রাক থেকে ১ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও সহকারীকে আটক করে র্যা ব।

এ ঘটনায় র্যা ব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। ২০২০ সালের ১১ নভেম্বর মামলা নিয়ে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় প্রদান করেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!