মাদক মামলায় ২ আসামির কারাদণ্ড চট্টগ্রামে

চট্টগ্রামে মাদক মামলায় দুই আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজারের চকরিয়া থানার আজিজনগর এলাকার মো. ইউনুসের ছেলে মো. আলমগীর (২৫) ও টেকনাফ থানার গোদারবিল এলাকার হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (১৯)।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নোমান চৌধুরী বলেন, ‘২০১৬ সালের ১৯ আগস্ট ষোলশহর এলাকা থেকে মো. আলমগীর ও মো. নুরুল ইসলামের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় মামলা দায়ের হলে তদন্ত শেষে ২০১০ সালের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা লোকাশীষ চাকমা আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।’

তিনি বলেন, ‘আদালতে মাদক মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা অনুপস্থিত ছিলেন।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm