চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ঈদগাঁও এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রিফাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৩ আগস্ট) বিকাল ৩টায় হালিশহর থানার ঈদগাঁও এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. রিফাত (২৪) কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা এলাকার মো. বাবুলের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ নভেম্বর কর্ণফুলী থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ রিফাতকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেল। মামলার পর জামিনে গিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি।
দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরোও এক বছরের কারাদণ্ড দেন।
রিফাত নগরীর ঈদগাঁও এলাকায় অবস্থান করার তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৩টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে রিফাত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে।
বিএস/ডিজে