চট্টগ্রামে দুই কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো কোতোয়ালী থানা পুলিশ। নাসিমা খাতুন নামের গ্রেপ্তার এই নারীর বয়স ৫৬।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কোতোয়ালী থানার আসকারদিঘি পাড় এলাকার একটি ভবনের নিচ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসিমা খাতুন প্রকাশ রোজী আসকারদিঘির পশ্চিম পাড় এলাকার মৃত মোজাফফর হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসকারদিঘির পশ্চিম পাড়ে একটি ভবনের নিচতলার একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসার খাটের নিচে লুকানো দুও কেজি গাঁজাসহ নাসিমা খাতুন প্রকাশ রোজীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে তিনি অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়। তার বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’
বিএস/এমএফও