মাতামুহুরীতে সাঁতার কাটতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আওরঙ্গজেব বিশাল (১৪) উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের দিগর পানখালী গ্রামের আলমগীর কবির রাজুর ছেলে।

তিনি চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে আওরঙ্গজেবসহ তিন বন্ধু মিলে মাতামুহুরী নদীর চিরিঙ্গা ব্রিজ পয়েন্টে সাঁতার কাটতে নদীতে নামে। এ সময় চোরা বালির কবলে পড়ে তারা। দুই বন্ধু তীরে উঠতে পারলেও আওরঙ্গজেব চোরা বালিতে আটকা পড়ে।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও ওই ছাত্রের কোনো সন্ধান পাননি উদ্ধারকর্মীরা। পরে স্থানীয় সাংসদ জাফর আলমের নির্দেশে ফের উদ্ধার অভিযান শুরু করলে
সন্ধ্যা সাড়ে ৭টায় জেলেরা বিহিন্দি জাল ফেলে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!