মাটিরাঙ্গায় বছর পার হলেও সেতু নির্মাণে নেই অগ্রগতি

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় তপ্তমাস্টার পাড়া জীপেবল সেতুটির সংস্কার না করার দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

পাহাড়ি এই জনপদের সাথে সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি। ২০১৮ সালের জুনে উজান থেকে নেমে আসা পানির চাপে সেতুটি ভেঙ্গে যায়।

সেসময় খাগড়াছড়ি জেলা পরিষদ, জেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ ভেঙ্গে যাওয়া সেতুটি পরিদর্শন করে স্বল্পসময়ে পুননির্মাণের আশ্বাস দিলেও সেতুটি পুননির্মাণে কোন উদ্যোগ নেয়া হয়নি।

সেতুটি না থাকার কারণে সাধারণ মানুষেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা দ্রুত এ সেতুর পুনর্নিমাণ বাস্তবায়ন দেখতে চান।

মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা বলেন, সেতুটি পুননির্মাণ করা অত্যান্ত জরুরি।

এ বিষয়ে ২০৬নং দলদলি মৌজার হেডম্যান দ্বীন মোহন ত্রিপুরা জানান, সেতুর অভাবে শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষরা দুর্ভোগের শিকার। বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে রোগীদের কাঁধে করে হাসপাতালে নিতে হয়। বর্ষায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া সম্ব হয় না। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতু নির্মাণ জরুরী।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, ভেঙ্গে যাওয়া সেতুটি পরিদর্শন করেছি। তখন আমার দপ্তর থেকে সেতুটি নির্মাণের প্রয়োজনীতা সম্পর্কে জেলা পরিষদসহ সংশ্লিষ্ঠ দপ্তরে চিঠি পাঠিয়েছি। জেলা পরিষদ থেকে সেতুটি নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে বলে শুনেছি।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!