মাঝ আকাশে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রাম থেকে ওমানগামী একটি বিমানকে জরুরিভিত্তিতে নিয়ে যাওয়া হয়েছে ভারতে। সালাম এয়ারের বিমানটি ওমান যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের নাগপুর বিমানবন্দরে।
কেবিন ক্রুদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে উড়ে যাওয়া ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখন মোহাম্মদ খায়ের নামে ৩৩ বছর বয়সী ওই যাত্রীর দুইবার খিঁচুনি ওঠে। এর মধ্যে একবার তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল।
এ অবস্থায় ফ্লাইট থেকে জরুরি চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ জানানো হয়। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফ্লাইটটি নাগপুর বিমানবন্দরে অবতরণ করে।
এরপরই নাগপুরের কেআইআইএমএস কিংসওয়ে হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিনের কনসালট্যান্ট ডা. রূপেশ বোকাডের নেতৃত্বে একটি মেডিক্যাল রেসপন্স টিম বিমানে ওঠে।
এর কিছুক্ষণ পর মোহাম্মদ খায়েরকে দ্রুত কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) এজাজ শামি জানিয়েছেন, রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পরীক্ষা-নিরীক্ষায় সময় মোহাম্মদ খায়েরের ভাইটাল সাইন স্বাভাবিক সীমার মধ্যে ছিল বলেও জানান তিনি।
সিপি