মাঝসাগরে সন্দ্বীপের এমপিকে ‘হত্যার চেষ্টা’, বোটচালক আটক

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে ‘হত্যা চেষ্টা’র অভিযোগে থানায় মামলা ও একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের কুমিরা গুপ্তছড়া ঘাটে লালবোটে করে যাচ্ছিলেন। এ সময় একটি স্পিডবোট সজোরে এসে লালবোটটিকে ধাক্কা দেয়। এতে সাংসদসহ লাল বোটে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন সন্দ্বীপ থানায় একটি মামলা করেন। স্পিডবোট চালক অভিমন দাশকে (৩৬) সন্দ্বীপ থানা পুলিশ আটক করে।

মাহফুজুর রহমান সুমন বলেন, ‘আমরা নদীর উত্তাল অংশে প্রবেশ করার পর আড়াল থেকে হঠাৎ একটি স্পিডবোট আমাদের দিকে ছুটে আসে। আমরা স্পিডবোট চালককে নানাভাবে সংকেত দেওয়ার পরেও সেটি এসে আমাদের লালবোটের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে সাংসদসহ আমরা আঘাতপ্রাপ্ত হই।’

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, এই ঘটনা আমাদের হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। তাই আইনের আশ্রয় নিয়েছি। পুলিশ তদন্ত করে আসল রহস্য বের করবে।’

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আমাদের হেফাজতে রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm