মাঝরাতে জ্বলছে রিয়াজউদ্দীন বাজারের মার্কেট, ভেতরে আটকা বহু লোক

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারের আমতল এলাকার একটি আটতলা মার্কেটে আগুন লেগেছে। অগ্নিকান্ডের পর কিছু কর্মচারী বেরিয়ে যেতে সক্ষম হলেও মার্কেটটির ভেতরে আটকা পড়েছেন বেশকিছু লোক। সিঁড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারছে না।

মাঝরাতে জ্বলছে রিয়াজউদ্দীন বাজারের মার্কেট, ভেতরে আটকা বহু লোক 1

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটেছে। মার্কেটে অবস্থিত মোবাইল যন্ত্রাংশের একটি দোকান অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রিয়াজউদ্দীন বাজারের আমতল এলাকার বাহার লেইনের বাহার ভবন আগুনের শিখায় জ্বলছে। সেখান থেকে বের হওয়া ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে রাত ২টা পর্যন্ত তারা আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি।

জানা গেছে, আটতলা মার্কেটটির বেশ কয়েকটি ফ্লোরে দোকান থাকলেও ওপরের কয়েকটি তলায় মার্কেটের কর্মচারীরা থাকেন। অগ্নিকান্ডের পর কিছু কর্মচারী বেরিয়ে এলেও ভবনটিতে আটকে পড়েছেন বেশ কিছু লোক। দোতলার একটি মোবাইল যন্ত্রাংশের দোকান থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জালাল নামে এক ব্যবসায়ী জানান, শুক্রবার মার্কেট বন্ধ থাকে। তাই অনেকেই দোকান বন্ধ করে বাড়ি চলে গেছেন। তবে মার্কেটটির ওপরে অনেক লোক আটকা পড়েছেন। মার্কেটের ভিতরে সিঁড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারছে না।

বিএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm