মাছ ধরতে গিয়ে খালে পড়ে গাড়ি চালকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে শখের বসে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল গাড়ি চালক নুরুল হুদা। ইকোনমিক জোনের খালে মাছ ধরতে গিয়ে পড়ে গেলে স্রোতে ভেসে যান তিনি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নাম্বার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা (৪৫) মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার রশিদ মাস্টার বাড়ির মোর্শেদ আহম্মদের ছেলে। তিনি মিনি ট্রাক চালাতেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নুরুল হুদা আরও পাঁচজনসহ মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নম্বর গেট এলাকায় মাছ ধরতে যান। এসময় খালে মাছ ধরার সময় পানির স্রোতের মধ্যে সে ডুবে যায়। প্রায় ২ ঘণ্টা পর সন্ধ্যায় স্থানীয় জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বড়তাকিয়া লাইপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বিকাল ৫ টার দিকে নুরুল হুদা কাকা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে ফেলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাকিব বলেন, উনি যখন ডুবে যাচ্ছে উনার হাত ওপরে দিকে ছিল। উনি বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু পানির স্রোতের কারণে উনি ডুবে যান। ঘটনাস্থলে যারা ছিলেন, তারা চেষ্টা করলে উনাকে বাঁচাতে পারতেন।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সাব অফিসার আহম্মদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা তার মরদেহ রেসকিউ করে নিয়ে চলে আসে।

মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির আহম্মদ ছুট্টু বলেন, বৃহস্পতিবার রাত ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ছোট দুটি ছেলে এতিম হয়ে গেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm