মাইজভান্ডারীকে পাল্টা চ্যালেঞ্জ রুহীর

হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে সরাসরি বিতর্কে বসার বিষয়ে নজিবুল বশর মাইজভাণ্ডারীর সংবাদ সম্মেলনের বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী। পাশাপাশি নজিবুল বশর মাইজভান্ডারীর ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জের জবাবে পাল্টা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন রুহী।

প্রধানমন্ত্রীর সহযোগিতায় যেকোন স্থানে যেকোন সময় এই বিতর্কে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রুহি দাবি করেছেন, ‘নজিবুল বশর মাইজভাণ্ডারী একজন সাধারণ শিক্ষিত মানুষ। তবে তিনি কোন আলেম নন, ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করার কোন নৈতিক অধিকার তার নেই।’

তিনি বলেন, ‘তবে তিনি যেহেতু ভিন্ন ভিন্ন বাতেল ফেরকার কথা বলে ওলামায়ে কেরামকে বাহাস করার চ্যালেঞ্জ দিয়েছেন সেহেতু আমি ওলামায়ে কেরামের পক্ষে তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।’

মাজারপন্থীদের ‘বাতেল ফেরকার’ লোক দাবি করে বিতর্কে বসার প্রশ্নে শর্তও জুড়ে দেন রুহী। আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সহযোগিতায় যে কোনো সময় যে কোনো স্থানে সকল ‘বাতেল ফেরকার’ সাথে বাহাস করতে ওলামায়ে দেওবন্দ প্রস্তুত আছে বলে জানান তিনি।

মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন ‘দেওবন্দী ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বিভিন্ন বাতেল ফেরকার সাথে বাহাস করে দ্বীন ইসলামের সহীহ্ আক্বিদা জাতির সামনে তুলে ধরেছেন। যা ইতিহাসে এখনো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। ইনশাল্লাহ বর্তমানেও ওলামায়ে দেওবন্দ বাতেল ফেরকার সাথে বাহাস করতে সব সময় প্রস্তুত আছে।’

এর আগে মাজারকেন্দ্রিক ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে কওমি মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলামের নেতাদের ‘অপপ্রচারের’ জবাব দিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী।

ইসলামের নানা ব্যাখ্যার ফলে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে হেফাজতের সাথে বিতর্ক আয়োজনের দাবি করে তিনি বলেছিলেন ‘আমরা শান্তি চাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে এই হেফাজতে ইসলাম ও মওদুদিবাদীদের সঙ্গে সরকার বাহাসের ব্যবস্থা করে দিক। বাহাসের ব্যবস্থা হলে বাহাসের পর থেকে ধর্ম নিয়ে আর কোনো বিভেদ থাকবে না।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!