মহেশখালীর দুই ইউপি নির্বাচনে ১৯৩ প্রার্থী প্রতীক পেলেন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্রবার (২৭ মে) দুই ইউনিয়নের ১৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৯৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

মহেশখালীর দুই ইউপি নির্বাচনে ১৯৩ প্রার্থী প্রতীক পেলেন 1

মহেশখালী নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দুই ইউনিয়নে মোট ১৯৩ জন প্রার্থী নিবার্চনে অংশগ্রহণ করবেন। কালারমারছড়া ইউনিয়নে আটজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে লড়বেন।

মহেশখালীর দুই ইউপি নির্বাচনে ১৯৩ প্রার্থী প্রতীক পেলেন 2

কালারমারছড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ (নৌকা), আখতারুজ্জামান বাবু (টেলিফোন), হোবাইব সজীব (ঘোড়া), রবিউল্লাহ সিকদার (চশমা), মো. সালাউদ্দিন (দুটি পাতা), আবদু সালাম টেবিল (ফ্যান), নুরুল ইসলাম (আনারস), নুর মোহাম্মদ (মোটর সাইকেল)। এছাড়া এ ইউনিয়নে মেম্বার পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে বড় মহেশখালী ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে লড়বেন। তারা হলেন মোস্তফা আনোয়ার চৌধুরী (নৌকা), বর্তমান চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল (চশমা), আবদুল্লাহ আল নিশান (মোটর সাইকেল), বেলাল হোসাইন (হাতপাখা), মির্জা আনসারুল করিম রাজু (আনারস), মো. ইসহাক (টেলিফোন), এছাড়া ৭০ জন সাধারণ সদস্য এবং ১৭ জন সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বড় মহেশখালীতে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৩০ জন। মোট কেন্দ্র ১৫টি। বুথের সংখ্যা ৯১টি। অপরদিকে কালারমারছড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৩৬ হাজার ১১২জন। মোট কেন্দ্র ১৭টি। বুথের সংখ্যা ১০১টি।

এর আগে গত ২৫ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৭ মে, বাছাই কার্যক্রম ছিল ১৯ মে। বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। শুক্রবার ২৭ মে প্রতীক বরাদ্দ শেষে প্রচারনায় নামবেন প্রার্থীরা। আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আচরণবিধি নিয়ে কথা বলেন মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই।

তবে প্রতীক পাওয়ার সাথে সাথে কালারমারছড়ার ৩ জন চেয়ারম্যান প্রার্থী বিশাল শো ডাউন করে হাজার হাজার মানুষ নিয়ে এলাকায় প্রবেশ করে। এ সময় তীব্র যানজট সৃষ্টি হয় সড়কে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ মে কালারমারছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কালারমারছড়ায় তারেক বিন ওসমান শরীফ এবং বড় মহেশখালীতে এনায়েত উল্লাহ বাবুল চেয়ারম্যান নির্বাচিত হন।

মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, শনিবার থেকে আচরণবিধি নিয়ে কঠোরভাবে মাঠে কাজ করবে ম্যাজিস্ট্রেটসহ পুলিশের বিশেষ টিম।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!