মহেশখালীতে লবণ মাঠের টংঘর থেকে ১০ অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

0

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে লবণের মাঠের টংঘর থেকে ১০টি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- মাতারবাড়ির শামশুল আলমের ছেলে কাইছারুল ইসলাম (২৯) ও একই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে মঈন উদ্দিন প্রকাশ বদাইয়া (৩১)।

বুধবার (১ জানুয়ারি) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (এএসপি) মো. মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়- ওই এলাকায় কতিপয় সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চানানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে আটক করা হয় কাইছারুল ইসলাম ও মঈন উদ্দিনকে। পরে তাদের দেওয়া তথ্যমতে লবণ মাঠের টংঘর থেকে ৩টি এসবিবিএল, ৩টি ওয়ান শুটারগান, ২টি থ্রি কোর্যার্টার গান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

s alam president – mobile

এএসপি মো. মাহমুদুল হাসান মামুন আরও জানান- কাইছারুল ইসলামের বিরুদ্ধে মহেশখালী থানায় ১১টি এবং মঈন উদ্দিনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!