মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালারমার ছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঝাপুয়া মারক্ষাঘোনা পাহাড়তলীতে বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল মজিদ (লেদু) ও পেটান আলীর মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত গড়ায়।
এ সময় প্রতিপক্ষের হামলায় পেটান আলীর পুত্র নুরুল আলম প্রকাশ মোহাম্মদ রুবেল (২৪) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রুবেলকে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
সিআর