মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও সভা

মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সকাল ১১টায় মহেশখালী থানার আয়োজনে ‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’—এ শ্লোগানকে সামনে রেখে থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মহেশখালী উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, ‘মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। মহেশখালীকে মাদক-জঙ্গী- সন্ত্রাসমুক্ত করতে হলে দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করুন। মহেশখালী দ্বীপে সাড়ে ৪ লাখ মানুষের বসবাস তার বিপরীতে আইন শৃংখলা বাহিনীর সংখ্যা হাতেগোনা। আইন-শৃংখলার উন্নয়নে সেচ্ছাসেবী হিসেবে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং কমিটিতে মাদকের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তিকে স্থান দেওয়া যাবে না।
স্বাগত বক্তব্য দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর। এতে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহেশখালী রতন কুমার দাশ গুপ্ত, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী থানার শিক্ষানবিশ এসপি সায়েম ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. আবু তালেব, কালামারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।
উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার মাহাবুব আলমের পরিচালানায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী থানার তদন্ত ওসি আবুল আজাদ, মুক্তিযুদ্ধা সালেহ আহমদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মাহবুব রোকন, হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, শাপলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, সেকেন্ড অফিসার এসআই সানা উল্লাহ, এস আই মাহামুদুল হক, এএস আই জুয়েল,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ব্রজ গোপাল ঘোষ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, থানার সকল এসআই ও এএসআইসহ সকল পুলিশ সদস্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!