মহেশখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১টায় উপজেলার কালামারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক সন্ত্রাসীরা হলো আধারঘোনা পূর্ব পাড়ার আব্দুর রহিমের পুত্র খালেদ হোসেন বাপ্পী (২০), একই এলাকার আব্দুল গফুরের পুত্র মো. সুমন (১৮), দুলা মিয়ার পুত্র মো. হোসেন (১৬) ও মৃত ছৈয়দুর রহমানের পুত্র মোহাম্মদ আলী (৬৩)।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ, একটি গুলি রাখার ব্যান্ডুলী ও একটি কাঠের লাঠি জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানের সময় অস্ত্রসহ পালিয়ে যায় ওই এলাকার আরেক সন্ত্রাসী আব্দুল করিম প্রকাশ বদাইয়া (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাবুল। তিনি বলেন, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মহেশখালীতে অস্ত্র ক্রয়-বিক্রয়, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm