মহিউদ্দিন চৌধুরীর বাসায় রেজাউল-নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম সহ প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এর আগে এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের প্রয়াত ৫ নেতা- এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নান, এম এ হান্নান ও এনামুল হক দানুর কবর জেয়ারত করেন।

এসময় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অধ্যাপক মাসুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে রেজাউল করিম ও আ জ ম নাছির উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মহিউদ্দিন পত্নী ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

সেখানে উপস্থিত থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবু সাঈদ সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘উনারা মূলত কবর জেয়ারত শেষে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। সেখানে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী রেজাউল করিমকে জয়ী করার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে কথা হয়।’

এসময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে ছবিটি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের প্রতীকী ছবি হিসেবে উল্লেখ করে নেতৃবৃন্দকে ধন্যবাদও জানাচ্ছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা।

ফেসবুকে ছবিটি পোষ্ট করে মিনহাজ উদ্দিন নামে একজন লিখেছেন ‘গ্রুপিং কিংবা বিভক্তি যা বলা হোক না কেন নৌকার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ… ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সবসময়ই জিতেছে…’

ইমরান হোসেন রোকন লিখেছেন, ‘যখনই নৌকা-শেখ হাসিনা-বঙ্গবন্ধু এই তিনটা শব্দ সামনে আসে তখন আমরা এক বিন্দুতে, এক কন্ঠে, হাতে হাত রেখে সামনে চলি। বিজয় ছিনিয়ে আনি। ইনশাআল্লাহ এইবারও হবে।’

এআরটি/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm