মহিউদ্দিন চৌধুরীকে শ্রদ্ধা জানাল পাঁচলাইশ থানা ছাত্রলীগ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

বুধবার (১৫ ডিসেম্বর) প্রথম প্রহর রাত ১২টায় নগরের চশমা হিল কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেন পারভেজ, শাহাজাদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়া, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দপ্তর সম্পাদক মো. নোমান চৌধুরী রাকিন।

আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম রুবেল, হৃদয় ইউসুফ, তানভীর হোসেন, মো. রিয়াসাদ, আরশাদ মিশন, ইমরান হোসেন ইমন, রবিউল ইসলাম রনি, ওবাইদুল আলম শাকিল, ইনজামুল সাকিব ও কাজী রায়হান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm