মসজিদে ওসির বক্তব্য শুনে মাদক ছাড়ার ওয়াদা ব্যবসায়ীর

জুমার নামাজে এসে এক মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেছেন। এ সময় ওই মাদক ব্যবসায়ী মসজিদে উপস্থিত মুসল্লীদের সামনে আর কখনও মাদক ব্যবসা কিংবা সেবন করবেন না বলে ওয়াদা করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরের বাকলিয়া দেওয়ান বাজার মদিনা মসজিদে এ ঘটনা ঘটে। আত্মসমর্পন করা মাদক ব্যবসায়ী রাসেল দেওয়ান বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।

জানা যায়, দেওয়ান বাজার মদিনা মসজিদে জুমার নামাজের আগে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন মাদক ও সন্ত্রাসবিরোধী বক্তব্য রাখছিলেন। এসময় ওই এলাকার রাসেল নামের একজন মাদক ব্যবসায়ী অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসার সুযোগ প্রার্থনা করেন। রাসেল উপস্থিত মুসল্লীদের সামনে আর কখনও মাদক ব্যবসা কিংবা সেবন করবেন না বলে ওয়াদা করেন। তার এ মনোভাবের জন্য সকলে তাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ওসির মাদক বিরোধী বক্তব্যকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে সকলে সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm