চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ গেট এলাকার গোয়ালিনী ব্রান্ডের কনডেন্সড মিল্ক লিমিটেডের একটি স্ক্র্যাপ পণ্যের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৮টার দিকে মশার কয়েল বা বিড়ি-সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, গোয়ালিনী ব্রান্ডের কনডেন্সড মিল্ক লিমিটেডের একটি স্ক্র্যাপ পণ্যের গুদামে আগুন লাগার খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ৪টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হলে, এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এসআর/এসএইচ