মশার কয়েল থেকে কনডেন্সড মিল্কের গুদামে আগুন

চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ গেট এলাকার গোয়ালিনী ব্রান্ডের কনডেন্সড মিল্ক লিমিটেডের একটি স্ক্র্যাপ পণ্যের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৮টার দিকে মশার কয়েল বা বিড়ি-সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, গোয়ালিনী ব্রান্ডের কনডেন্সড মিল্ক লিমিটেডের একটি স্ক্র্যাপ পণ্যের গুদামে আগুন লাগার খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ৪টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হলে, এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm