মরিচে রং মেশাতে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরা, দোকানিকে জরিমানা এক লাখ

মরিচে ক্ষতিকর রং মেশানোর সময় চট্টগ্রামের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের হাতে ধরা খেয়েছে মসলা মিলের এক কর্মচারী। এ সময় ভ্রাম্যমাণ আদালত মিলটিকে এক লাখ টাকা জরিমানা করেন।

সোমবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ অভিযান পরিচালনা করে। এ সময় সমন্বয়কদের একটি দল সঙ্গে উপস্থিত ছিল।

ছাত্রদের পক্ষে আরিফুর রহমান বলেন, আমরা স্টুডেন্ট টিম ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সঙ্গে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযানে যাই। সেখানে কাঁচাবাজার, মাংস, মাছ, ডিম ও চালের দোকানগুলো পরির্দশন করি। অভিযান চলাকালীন হঠাৎ দেখতে পাই, তসলিম মসলার মিলের এক কর্মচারী গুঁড়ো মরিচের রং মেশাচ্ছে। এছাড়া আমরা তিন প্যাকেট রঙ এবং আরও খালি প্যাকেট সেখানে পাই। তাছাড়া আরও এক বস্তা খোলা মরিচ রঙ মিশ্রণ করা অবস্থায় পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত মিলটিকে এক লাখ টাকা জরিমানা করেন।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm