মনোনয়ন পেয়ে সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অফিসে দোয়া চাইতে গেলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি এবারও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
এসময় নাছিরও নওফেলকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন এবং নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমাল আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসা।