বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে সোমবার (৩ নভেম্বর) রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কেন্দ্রীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ সমর্থকেরা ভাটিয়ারি এলাকায় সড়কে নেমে আসেন। তারা টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দিতে মহাসড়ক অবরোধ করে রাখেন।

সন্ধ্যার পর আচমকা উত্তেজনা
বিক্ষোভকারীরা পরে সীতাকুণ্ড উপজেলার বাইপাস এলাকায় গিয়ে সড়ক পুরোপুরি বন্ধ করে দেন। এতে দুই পাশে যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও গাড়িচালকেরা। ভাঙচুরের আশঙ্কায় রাস্তার পাশে থাকা দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীরাও আতঙ্কে দোকান বন্ধ করে দেন।
খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অবরোধকারীদের সরাতে কয়েক দফা চেষ্টা চালায়, তবে তা ব্যর্থ হয়।
মনোনয়নবঞ্চিত আসলাম, আস্থা কাজী সালাউদ্দিনে
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দীর্ঘদিন ধরে বিএনপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত আসলাম চৌধুরী মনোনয়নের দৌড়ে এগিয়ে ছিলেন বলে জানা যায়। তবে কেন্দ্রে দল আস্থা রেখেছে কাজী সালাউদ্দিনের ওপর। তার নাম ঘোষণা হতেই আসলাম সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এগুলো হলো—চট্টগ্রাম-১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সরোয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাকি ছয়টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে। এসব আসন হলো—চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)।
এছাড়া কক্সবাজার-৩ আসনের প্রার্থীর নামও এখনো ঘোষণা করা হয়নি। দলীয় সূত্র বলছে, এবারের ঘোষণায় বড় চমক এসেছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে। দুই জায়গাতেই দীর্ঘদিনের স্থানীয় প্রভাবশালী নেতা লায়ন মো. আসলাম চৌধুরী ও লায়ন হেলাল উদ্দিনকে কেন্দ্র অগ্রাহ্য করেছে।



