মধ্যরাতে হঠাৎ মেয়র নাছির আগ্রাবাদের রাজপথে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামে নগরীর আগ্রাবাদ সংযোগ সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাতে সড়কটির উন্নয়ন কাজ শেষ হয়। শনিবার (১৬ নভেম্বর) মধ্যরাতে এক ঝটিকা পরিদর্শনের সময় সিটি করপোরেশনের প্রকৌশলী ও ঠিকাদারকে এ নির্দেশনা দেন।

মেয়র এপিএস রায়হান ইউসুফ জানান, আগ্রাবাদ একসেস রোডে শনিবার মধ্যরাতে পরিদর্শনে যান মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি কর্মকর্তাদের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তখন মেয়রকে জানানো হয়, ইতোমধ্যে কাজের অগ্রগতি ৭৫ ভাগ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য উপযোগী হবে। এসময় মেয়র কাজের গুণগত মান অক্ষুণ্ন রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য নিদের্শনা প্রদান করেন।

চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ‘সিটি গর্ভন্যান্স প্রজেক্টের (ব্যাচ-২)’ আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এ সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন হচ্ছে। প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে আগ্রাবাদ একসেস রোডের ২ দশমিক ২০ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে। ২০১৭ সালের ২০ নভেম্বর এ উন্নয়নকাজ শুরু হয়। সড়কের পাশে আরসিসি ড্রেন করা হয়েছে। মিড আইল্যান্ড, বিউটিফিকেশন, এলইডি লাইট বসানোর পাশাপাশি সড়কটি দৃষ্টিনন্দন করা হবে এ প্রকল্পের আওতায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!