মধ্যরাতে শীতার্ত মানুষের পাশে সেইভ আওয়ার সোসাইটি

0

মানবতার কল্যাণে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ আওয়ার সোসাইটি (এসওএস) এবার শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

২৭ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাতে নগরীর আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারে সামনে দুই শতাধিক শীতার্ত ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের নেতারা।

কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের কর্ণধার খ্যাতিমান চিকিৎসক ডা. এম ওয়াই এফ পারভেজ।

s alam president – mobile

মধ্যরাতে শীতার্ত মানুষের পাশে সেইভ আওয়ার সোসাইটি 1

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, এসআই অর্ণব বড়ুয়া, আজিম মেম্বার, মোজাহের, ফজলে আহমেদ বাচ্চু, সৈয়দ মুনির, মিজান চৌধুরী, মনসুর, ওয়াহিদুল আলম, আকবর, সৈয়দ মোস্তাফিজুর রহমান, জনি প্রমুখ।

এ সময় বক্তারা শীতার্ত অসহায় মানুষের পাশে মানবতার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আহবান জানান।

Yakub Group

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!