মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চলছে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

0

পূর্ব ঘটনার জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিবাদমান গ্রুপ দুটি হলো শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বিজয় গ্রুপ ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী গ্রুপ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, পূর্বের ঘটনার রেশ ধরে মধ্যরাতে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ চালায় মেয়র নাছিরের অনুসারী গ্রুপ। এ সময় হলে ব্যাপক ভাংচুর চালানো হয়। বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। একপর্যায়ে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে বিজয় গ্রুপকে হটিয়ে এফ রহমান হল দখলে নেয় নাছির গ্রুপ।

s alam president – mobile

ঘটনার প্রত্যক্ষদর্শী চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী জানিয়েছেন, ‘শুধু ভাঙচুরের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। বিদ্যুৎ নেই, অন্ধকারে শুধু শব্দ শোনা যাচ্ছে।’

এই রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে থেমে থেমে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!