মধ্যরাতে বড়পুলে বসতঘরে আগুন

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় বসতঘরে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

রাত ১টা ৩৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষসূত্রে জানা যায়, তাদের ৪টি গাড়ি আগুন নিভাতে কাজ করছে।

হালিশহর থানার ডিউটি অফিসার আলাউদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বড়পুল এলাকার একটি কমিউনিটি সেন্টার সংলগ্ন বসতঘরে আগুন লেগেছে। থানার টিম ঘটনাস্থলে আছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

বড়পুল এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, কিংস পার্ক নামক কমিউনিটি সেন্টারের পাশে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত দোকানে নাকি বাসায় তা এখনো নিশ্চিত নয়। তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ করছে।

এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm