মধ্যরাতে বিএসআরএম পরিচালকের মেয়ের রহস্যের মৃত্যু

পরিবারের দাবি, ছাদে হাঁটতে গিয়ে পিছলে পড়েছে

চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ বিএসআরএম পরিচালকের মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার কথা হলেও এ ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক মৃত্যু হলেও ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তে জাহরাহ জোহাইর।
পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তে জাহরাহ জোহাইর।

বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকার ৬ নম্বর রোডের সানমার পার্ক ‘অ্যাভিনিউ ভবনে’র ছাদ থেকে পড়ে মারা যান জাহরাহ জোহাইর (২৪) নামের ওই তরুণী।

তিনি বিএসআরএমের ফিনান্স ডিরেক্টর জোহাইর তাহেরআলীর মেয়ে। তার মা তেহসীন জোহাইর তাহেরআলীও বিএসআরএমের ডিরেক্টর।

জাহরাহ জোহাইর অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন বলে জানা গেছে।

খুলশী থানা পুলিশ দাবি করেছে, ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়কের ওপর লাশ পড়ে ছিল। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মেয়েটা হয় পড়ে গেছে, না হয় লাফ দিয়েছে। দুইটার একটা হবে। সুইসাইড, না হয় দুর্ঘটনা। তবে মেয়েটার পরিবার জানিয়েছে, তার মানসিক একটা সমস্যা ছিল।’

এদিকে জাহরাহ জোহাইরের পরিবার দাবি করছে, হাঁটতে গিয়ে তিনি অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন।

রাতে বিএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তপন সেন গুপ্ত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রাতে সে ছাদে হাঁটতে গেছে। সেখানে সে অসাবধানতাবশত পড়ে গেছে। তার মানসিক সমস্যা ছিল। এটা নিয়ে চিকিৎসাও চলছিল।’

অস্বাভাবিক মৃত্যু হলেও লাশের ময়নাতদন্ত করা হয়েছিল কিনা— এমন প্রশ্নে তপন সেন গুপ্ত বলেন, ‘এটা যেহেতু অ্যাকসিডেন্ট। তাই পোস্টমর্টেম করা লাগেনি। অ্যাকসিডেন্টে মৃত্যুর ক্ষেত্রে যা যা করা প্রয়োজন ছিল, তার সবই ফলো করা হয়েছে।’

সিপি

ksrm