মধ্যরাতে বায়েজিদ লিংক রোডে ঘুরছিল ৭ ফুটের অজগর, তারপর… (ভিডিও)

পাহাড় কেটে গড়ে ওঠা চট্টগ্রামের প্রথম বাইপাস রোড বায়েজিদ লিংক রোডে মধ্যরাতে ঘুরছিল ৭ ফুট লম্বা অজগর সাপ। দৃষ্টিনন্দন ওই সড়কে মধ্যরাতে ঘুরতে যাওয়া কয়েকজন তরুণ সাপটিকে রাস্তা পার হতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ছাড়াও বনবিভাগ-ফায়ার সার্ভিসসহ সবখানে জানালেও কোথাও থেকে সাড়া মেলেনি। তবে ওই তরুণরা নিজেদের উদ্যোগেই সাপটিকে সাহস করে টেনে নিয়ে ছেড়ে দেন পাশের জঙ্গলে।

সোমবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটেছে। নয়নাভিরাম সড়কটিতে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর অনেকেই সময় কাটাতে যান।

YouTube video

মধ্যরাতে বায়েজিদ লিংক রোডে ঘুরতে যাওয়া চট্টগ্রাম কলেজের ছাত্র শাওন সাজ্জাদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে বন্ধুরা মিলে বায়েজিদ লিংক রোডে ঘুরতে যাই। আসার পথে এই অজগরের সাথে আমাদের দেখা। আনুমানিক ৭ ফুটের মতো হবে এই অজগর সাপ।’

তিনি বলেন, সাপটি বেচারী মাঝ রাস্তায় শুয়ে ছিল। খানিকটা আতঙ্কিত হলেও যেকোনো সময় সাপটি গাড়িচাপায় পড়তে পারে— এই ভয়ে সেটাকে ফেলেও আসতে পারছিলাম না।’

শাওন সাজ্জাদ বলেন, ‘ঘটনাটি কন্ট্রোল পুলিশকে বললাম। কিন্তু উনারা জানালেন সাপ রেসকিউ (উদ্ধার) করা উনাদের দায়িত্ব না। বন অধিদপ্তরে কল করলাম। কিন্তু সেখানে কেউ কল রিসিভ করলো না। বিদেশি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম ফায়ার সার্ভিস বন্যপ্রাণী রেসকিউ করে। তাই অনেক আশা নিয়ে উনাদেরকে কল করলাম। উনারাও জানিয়ে দিলেন সাপ রেসকিউ করা উনাদের দায়িত্ব না। তাছাড়া উনাদের কাছে সাপ রেসকিউ করার যন্ত্রপাতিও নেই।’

তিনি বলেন, ‘কোথাও সাড়া না পাওয়ার পরও সাপটিকে এই অবস্থায় ফেলে আসতেও খারাপ লাগছিল। কারণ খুব ট্রাক সহজেই সেটাকে মেরে দিয়ে চলে যাবে। শেষমেষ কোনো উপায় না পেয়ে রাকিব ইমন নামের এক বন্ধু সাহস সঞ্চয় করে সাপটিকে টেনে পাশের জঙ্গলে নামিয়ে দিলো। কাজটি করতে পেরে অদ্ভুত এক শান্তি কাজ করছিল আমাদের মনে।’

চট্টগ্রাম নগরীর যানজট সমস্যা সমাধানের জন্য বায়েজিদ বোস্তামি থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট পর্যন্ত ৬ কিলোমিটারব্যাপি বায়েজিদ লিংক রোডটি নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই ৬ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য মোট ১৮টি পাহাড় কাটা হয়। অথচ পরিবেশ অধিদফতর থেকে আড়াই লাখ ঘনফুট পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে ১০ লাখ ৩০ হাজার ঘনফুট পাহাড় কাটা হয় সড়কটি তৈরির জন্য।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm