মাঝরাতে চট্টগ্রামের ডবলমুরিং ধনিয়ালাপাড়ার বায়তুশ শরফ কামিল মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। মাদ্রাসার হোস্টেল থেকে এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আটকের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ডবলমুরিং থানার একদল পুলিশ আকস্মিক এ অভিযান চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় তারা মাদ্রাসা হোস্টেলের প্রতিটি কক্ষে তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ১টার দিকে অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আটক শিক্ষার্থীরা ওই মাদ্রাসার আলিম, ফাজিল ও কামিল শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। সংক্ষেপে এটি বায়তুশ শরফ মাদ্রাসা নামে পরিচিত। মাদ্রাসাটি ১৯৮২ সালে শাহ আব্দুল জব্বার প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটি ২০১৯ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরে একজন রয়েছেন। মঙ্গলবার দুপুরের পর চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকশত মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে।