চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কালামিয়া বাজারে গভীররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি ঝুটের গোডাউন ও একটি কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রামের লামারবাজার, আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১১টি ইউনিট কাজ করে।
লামাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১১টি ইউনিট কাজ করে রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘ঝুটের গোডাউন মালিকের সাথে আমরা কথা বলেছি। তারাও সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। কি কারণে আগুন লেগেছে ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
তবে স্থানীয়রা বলছে, মশার কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
আরএম/এমএহক