মধ্যরাতে দেশে ফেরা প্রবাসীর ঘরে পটিয়ার ইউএনও

মধ্যরাতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে গিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে তিনি আশিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের রশিদপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ফারহানা জাহান উপমা বলেন, গত ১৩ মার্চ দুবাই থেকে দেশে ফিরেন রশিদপুর গ্রামের মোহাম্মদ জাবেদ। তিনি হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে অনুসরণ না করায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও শুক্রবার দিবাগত রাতে পাশাপাশি ইউনিয়ন কাশিয়াইশ ও জিরি ইউনিয়নে আরো দুজন প্রবাসীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন ইউএনও।

দেশে ফেরা প্রবাসীদের উদ্দেশ্যে ফারহানা জাহান উপমা বলেন, ‘পরিবারের জন্য আপনারা দীর্ঘদিন কষ্ট করে প্রবাসে জীবনযাপন করেছেন, সেই পরিবারের কথা ভেবেই ১৪ দিন পর্যন্ত নিজ হোম কোয়ারেন্টাইনে থাকুন। আপনার নিকটজনদের, বাবা-মা, ভাই-বোনকে আলিঙ্গন করা থেকে বিরত থেকে ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রাখুন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!