মধ্যরাতে দুই মডেলের পর এক অভিনেত্রীও আটক রাজধানীতে

এক রাতেই মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মৌ আক্তার ছাড়াও আটক হয়েছেন এক অভিনেত্রী।

রোববার (১ আগস্ট) রাত ১০টা থেকে শুরু হওয়া গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের কয়েকটি দলের এই অভিযান শেষ হয় মধ্যরাতে।

এই অভিযানে এক অভিনেত্রী ও দুই মডেলকে আটক করেছে পুলিশ। মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মৌ আক্তার ছাড়া অন্য যে অভিনেত্রী আটক হয়েছেন, তার নাম শিলা হাসান।

তাদের সকলের কাছেই বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ থেকে ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালানো হয়। প্রায় একই সময় অভিযান চলে অভিনেত্রী শিলা হাসান ও মোহাম্মদপুরে মডেল মৌ আক্তারের বাসায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm