মধ্যরাতে চান্দগাঁওয়ে জামায়াতের ‘গোপন বৈঠক’ থেকে আটক ১৯ নেতাকর্মী

‘গোপন বৈঠক’ চলাকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবি করছে, তারা সবাই ‘নাশকতা’র পরিকল্পনা নিয়ে সেখানে একত্র হয়েছিলেন।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চান্দগাঁও থানার আদুরপাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা উত্তর ইউনিটের ‘আমির’ হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন এবং সহকারী বায়তুল মাল সম্পাদক মো. এসকান্দার।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রাম নগরীতে নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত-শিবিরের এই নেতারা চান্দগাঁওয়ের ওই বাসায় গোপন বৈঠকে বসেছিলেন। গোপন সূত্রে সেই খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!