মধ্যরাতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

জানা গেছে, চট্টগ্রামগামী ৭২২ মহানগর এক্সপ্রেস ট্রেনটি ডাউন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের মুহূর্তে একটি বগির ট্রলি স্থানচ্যুত হয়ে যায়। এতে মধ্যভাগের দুটি চাকা লাইনের বাইরে চলে গিয়ে লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকিল জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাউন লাইনের ১ নম্বর ট্র্যাক দিয়ে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় ছিল।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm