মধ্যরাতে কর্ণফুলীর টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস আইল্যান্ডে

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডিভাইডার ও আইল্যান্ডে ওঠে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও টোলপ্লাজার ডিভাইডার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজারগামী তিশা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মইজ্জ্যারটেক টোলপ্লাজার লেনের আইল্যান্ডে ওঠে যায়।

টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটি সোজা টোলপ্লাজার দিকে ছুটে এসে ডিভাইডার ভেঙে আইল্যান্ডে আঘাত করে। এতে ডিভাইডার ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর টোলপ্লাজার ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভি’র প্রজেক্ট ম্যানেজার সুমন ঘোষ জানান, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় আঘাত করে। তবে টোল প্লাজার কর্মচারী এবং বাসের সব যাত্রী অক্ষত ছিলেন। কিন্তু বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ধারণা করছি, ড্রাইভারের চোখে ঘুম ছিল অথবা বাসের ব্রেক ফেল করেছিল। ঘটনার পর ড্রাইভার ও হেলপার পলাতক। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে টোলপ্লাজার ৫ নম্বর লেন বন্ধ রয়েছে।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘তিশা ট্রাভেলসের একটি বাস টোলপ্লাজার আইল্যান্ডে আঘাত করেছে বলে জানতে পেরেছি। হতাহতের কোনো খবর নেই, তবে ভাঙচুর হয়েছে।’

দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির সামনের অংশ এবং টোলপ্লাজার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানান ওসি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm