মধ্যরাতে ওসির গাড়িতে প্রসূতি গেল হাসপাতালে

মধ্যরাতে হটলাইনে বৃদ্ধ নারীর আকুতি

মধ্যরাতে পুলিশের হটলাইনে বৃদ্ধ নারীর আকুতি— ‘আমার মেয়ে সন্তানসম্ভবা। তাকে মেডিকেল নেওয়ার কোন গাড়ি নেই বাবা। একটা কিছু না করলে বড় বিপদ হয়ে যাবে। এলাকায় কোন গাড়ি নেই।’

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টায় বাকলিয়া থানার হটলাইনে এমন একটি ফোন আসে নগরীর রসূলবাগ আবাসিক এলাকা থেকে। বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে জানালে তিনি তার জন্য নির্ধারিত থানার গাড়িটি প্রয়োজনীয় ফোর্সসহ পাঠিয়ে দেন প্রসূতি বেবী আক্তারের ঠিকানায়। ফোর্স গিয়ে প্রসূতি নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পৌঁছে দেন।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে অবস্থান করতে বলেছে। যার কারণে চারদিক নীরব-নিস্তব্ধ। তারা গাড়ি না পেয়ে সিএমপি কমিশনার স্যার নির্ধারিত আমাদের থানার হটলাইনে সহায়তা চায়। আমি থানার ওসির গাড়িটি পাঠিয়ে প্রসূতি নারীকে চমেক হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!