মধ্যরাতে আগুনে পুড়ে ছাই লাইল্যাঘোনার ১৬ দোকান, ক্ষতি দেড় কোটি

0

রাঙামাটির বাঘাইছড়ির পূর্ব লাইল্যাঘোনা বাজারে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৬ টি দোকান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় দুই ইউপি সদস্য মো. জমির আলী ও মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়ে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

ব্যাবসায়ীরা জানান- বিজিবি ও স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

s alam president – mobile

আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত সহযোগিতা করা হবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!