s alam cement
আক্রান্ত
৫১০১৯
সুস্থ
৩৭০৬২
মৃত্যু
৫৫৫

‘মধ্যরাতের তাণ্ডব’ সাংসদ আফছারুল আমিনের নামফলক ভাঙলো দুর্বৃত্তরা

0

রাতের আঁধারে চট্টগ্রাম-১০ আসনের সাংসদ, সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় নামফলকের অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়। রোববার (২ মে) রাতে কোনো এক সময় চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়ার ময়দান মাঠ লাগোয়া এ ঘটে।

সোমবার (৩ মে) চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ডা. আফছারুল আমীনের নামফলক ভেঙে ফেলার ঘটনায় ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জানা যায়, ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপাড়ায় এমপি মাঠ নামে একটি খেলার মাঠ উদ্বোধন করেন স্থানীয় এমপি ও জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায, মাঠ উদ্বোধনের একটি নামফলক লাগানো ছিল মাঠের এক কোণায়। রোববার মধ্য রাতে নামফলকটি ভেঙে ফেলা হয়। জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর নুরুল আমিন বলেন, ‘মধ্যরাতে আফছারুল আমীন এমপি সাহেবের খেলার মাঠ উদ্ভোধন করা নামফলক ভেঙে ফেলার খবর পেয়ে থানায় একটি ডায়েরি করা হয়েছে। বিষয়টি প্রশাসন দেখছে।’

সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অপারেশন অফিসার (এসআই)। তিনি বলেন, ‘এ ঘটনায় এসআই আমিনুল ইসলারকে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে।’

মুআ/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm