মধ্যরাতের আগুনে চট্টগ্রামে বেকারি-ওয়ার্কশপ পুড়ে ছাই

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় মধ্যরাতে লাগা আগুনে একটি বেকারি ও গাড়ির ওয়ার্কশপ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া ওয়ার্ডের লোহারপোল এলাকার তালুকদার বেকারিতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, রাত ১টার দিকে বেকারিতে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বেকারির চুল্লি থেকে আগুন আশপাশের ৩ টি ছোট ঘরে ছড়িয়ে পড়ে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে ফায়ার সার্ভিস। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর জানান, রাত ১ টার দিকে সরাইপাড়া এলাকায় একটা বেকারিতে আগুন লেগেছে বলে খবর আসে। আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৫টি ইউনিট মিলে রাত ২ দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে সম্ভব হয়। আগুনে দুটি বেকারি ও একটি গ্যারেজ সম্পূর্ণ পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয় এখনো জানা যায়নি।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm