মধুবনে মেয়াদহীন কেক ও অনুমোদনহীন পানীয়, অর্থদণ্ড ৮ হাজার

মেয়াদ ছাড়া কেক, অনুমোদনহীন পানীয় বিক্রিসহ মেয়াদহীন খাবারে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রির অপরাধে মধুবনকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর নতুন চান্দগাঁও থানার মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ।

এছাড়া একই অভিযানে আরেকটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না রাখাসহ নানান অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm