লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নামকরা এ প্রতিষ্ঠানটির ছিলনা পণ্যের মোড়কের কোনো নিবন্ধন সনদ। আবার ৬টি পণ্যের লাইসেন্স দিয়ে তৈরি করছিল ১৪ ধরনের পণ্য।
বুধবার (২ জুলাই) নগরের ইপিজেড ও মুরাদপুর এলাকায় র্যাব-৭ ও বিএসটিআই সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ।
একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, রান্নার পাশে ওয়াশরুম, রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসঙ্গে রাখা ও ফার্মেন্টেড মিল্ক (দধি) পণ্যের বিএসটিআই লাইসেন্স না থাকায় নগরের ইপিজেড এলাকার পোর্ট ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টকে গুণতে হল ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মো. ইয়াছিন, বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মো. শহীদুল ইসলাম ও পরিদর্শক মো. মুকুল মৃধা প্রমুখ।
সিএম/এসএ